হোম > সারা দেশ > রংপুর

পতিত ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে তাদের পেশি দেখায়: জোনায়েদ সাকি

রংপুর প্রতিনিধি

রংপুরে শহীদ স্মরণে সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ছবি: আজকের পত্রিকা

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘পতিত ফ্যাসিস্ট শক্তি এখনো বাংলাদেশে তাদের পেশি দেখায়। পুলিশ ভূমিকা পালন করতে পারে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জনগণের নিরাপত্তা দিতে পারছে না।’

আজ বুধবার (১৬ জুলাই) বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির মাঠে শহীদ আবু সাঈদের প্রথম শাহাদতবার্ষিকীতে শহীদ স্মরণে সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র, গণবিরোধী, দেশবিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। গোপালগঞ্জে শেখ হাসিনার পেটোয়া বাহিনী নবগঠিত দল এনসিপির পদযাত্রায় ব্যাপকভাবে হামলা চালিয়েছে, গুলি করেছে। তিনজন মারাও গিয়েছে।’

গণসংহতি আন্দোলনের নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে শুরু থেকে বলে আসছিলাম যে, জনগণের শক্তির ওপর ভর করে আপনারা ক্ষমতায় এসেছেন, তাই জনগণকে আপনাদের ঐক্যবদ্ধ রাখতে হবে। কিন্তু এই রাষ্ট্রের মধ্যে নানা ধর্মের দোসররা এখনও টিকে আছে। তারা অন্তর্বর্তী সরকারকেও ঢিলেঢালা অবস্থা তৈরি করে দিয়েছে।’

সাকি আরও বলেন, ‘দেশে মব সন্ত্রাস চলে, সাধারণ মানুষের নিরাপত্তার জায়গা থাকছে না। মব সৃষ্টি করে ঘটানো ঘটনাবলিকে একে একে পুঁজি করতে করতে এখন খুনিরাও তাদের মাথা উঁচু করতে শুরু করেছে। তবে খুনিদের মাথা উঁচু করতে দেওয়া যাবে না।’

জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা খুনের বিচার হতে হবে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার বারবার হত্যার বিচার চাইছে। কিন্তু কোনো বিচার হচ্ছে না। এর দায় কে নেবে। অন্তর্বর্তী সরকারকে আমরা বলব, প্রয়োজনে আরও ট্রাইব্যুনাল গঠন করেন এবং প্রতিটি খুনের বিচার দ্রুত বাস্তবায়ন করেন। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ দিতে হবে।’

সাকি আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে যদি জনগণ ঘরে ফিরে যায়, তবে আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর পাশাপাশি দেশের প্রতিটি জেলায় নতুন নেতৃত্ব দেখতে চাই।’

গণসংহতি আন্দোলনের রংপুর জেলার আহ্বায়ক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, কেন্দ্রীয় নেতা হাসান মারুফ রুমি, দীপক রায়, মনির উদ্দিন পাপ্পুসহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল