হোম > সারা দেশ > নীলফামারী

‘শয়তানের নিশ্বাস’ চক্রের খপ্পরে ৮৭ হাজার টাকা খোয়ালেন দোকান কর্মচারী

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ‘শয়তানের নিশ্বাস’ চক্রের খপ্পরে পড়ে ৮৭ হাজার টাকা খুইয়েছেন রামপ্রসাদ (৭০) নামে এক ব্যক্তি। আজ রোববার উপজেলা সদরের ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সদর ইউনিয়নের বাবুরহাট বাজারের একটি কাপড়ের দোকানের কর্মচারী।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাঁদের ধারণা, এই প্রতারক চক্রের মূল হাতিয়ার হলো ভয়ংকর মাইন্ড কন্ট্রোল ড্রাগ ডেভিলস ব্রেথ বা শয়তানের নিশ্বাস খ্যাত স্কোপোলামিন। যা নাক বা মুখের কাছে নিলেই স্বেচ্ছায় সবকিছু বিলিয়ে দেন ভুক্তভোগী।

ভুক্তভোগী রামপ্রসাদ বলেন, দুপুরের দিকে দোকানমালিক তাঁকে ৮৭ হাজার টাকা ইসলামী ব্যাংকের শাখা থেকে দুটি হিসাব নম্বরে পাঠাতে বলেন। ‘ব্যাংকের ৫০ গজ দূরে একটি সিএনজিচালিত অটোরিকশা দাঁড়ানো ছিল। ওই অটোরিকশাতে আগে থেকে দুজন বসে ছিলেন। আমি ব্যাংকের কাছাকাছি পৌঁছানো মাত্র বসে থাকা এক ব্যক্তি কয়েকটি বিদেশি নোট দেখিয়ে বলেন, ভাই এই টাকা কি ঠিক আছে, কোথায় ভাঙানো যাবে? আপনি একটু দেখে দেবেন। আমি ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে টাকা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলি।’ 

তিনি আরও বলেন, ‘তখন তারা আমাকে বলে আপনার কাছে যা আছে আমাদের দেন। আমি তাদের কথামতো আমার কাছে থাকা ৮৭ হাজার টাকা তাদের হাতে তুলে দিই। তারা আমাকে রেখে টাকা নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমার হুঁশ ফিরে আসে।’

দোকানমালিক মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই কর্মচারী ধোঁকাবাজির শিকার হয়েছেন। দোকান থেকে ব্যাংকের দূরত্ব আনুমানিক ৩০০ গজ। মাত্র ১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। প্রশাসনকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি। লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলছে।’

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রতারকের খপ্পরে পড়ে গ্রাহকের টাকা খোয়ানোর বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ