হোম > সারা দেশ > রংপুর

ঝাড়ুদারের বেতন আত্মসাৎ, যুব উন্নয়ন কর্মকর্তাকে শোকজ 

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমানের বিরুদ্ধে অফিস সহকারীর বেতনের টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা মিলেছে। আজ মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটর থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে ২০২৩ সালে ২৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘ঝাড়ুদারের বেতনের সাড়ে ৩ লাখ টাকা মেরে দিলেন দুই কর্মকর্তা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর রংপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের প্রাথমিক তদন্তে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারী মিনু মাইয়ের বকেয়া বেতনের টাকা আত্মসাতের ঘটনার সত্যতা পান। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে মহাপরিচালকের কার্যালয়ে প্রতিবেদন পাঠান।

এরই প্রেক্ষিতে গত ৫ মে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অফিস সহকারীর ৩ লাখ ৫৬ হাজার ৪৯৩ টাকা আত্মসাতের ঘটনায় তাকে চাকরিচ্যুতসহ কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না মর্মে চিঠি দেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১ ) ড. মো. সাইফুজ্জামান। এতে চিঠি পাওয়ার দশ দিনের মধ্যে তার কাছে জবাব চাওয়া হয়েছে।

এ বিষয় রংপুর জেলা যুব উন্নয়নের উপপরিচালক আব্দুল ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘সেই সময়ে আমরা পত্রিকার প্রতিবেদন এবং অফিস সহকারী মিনু মাইয়ের কথার সত্যতা পেয়ে সেভাবেই প্রতিবেদন জমা দিয়েছি। এখন হেড অফিস থেকে কী ব্যবস্থা নিবে তারাই ভালো জানেন। আমাদের বলার কিছু নেই।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ