হোম > সারা দেশ > রংপুর

নির্বাচনে না এলে বিএনপির কর্মীরা নেতাদের পেটাবেন: মির্জা আজম

রংপুর প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না আসলে দলটির কর্মীরা নেতাদের পেটাবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

আজ শনিবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে মির্জা আজম এই মন্তব্য করেন। ‘স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোটের দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির অপতৎপরতার বিরুদ্ধে’ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচনের কিছুই হবে না। ইভিএমের মাধ্যমে নির্বাচন নির্বাচনের মতো হয়ে যাবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরও বলেন, ‘২০১৮ সালে বিএনপি নির্বাচনে আসলেও মনোনয়ন বাণিজ্য করেছে। এক আসনে তিনজনকে মনোনয়ন দিয়েছিল। আমার আসনে যাকে মনোনয়ন দিয়েছিল সেই প্রার্থী এক দিনের জন্যও নির্বাচনী এলাকায় আসেন নাই। তাহলে জনগণ কেন তাঁদের ভোট দেবে? আর বিএনপি নির্বাচনে না আসলে, তাঁদের লোকজন কেন্দ্রে না থাকলে, দু-এক জায়গায় তো অনিয়ম হতেই পারে।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো লাগে না। তিনি এত মিথ্যাচার করেছেন, তাঁর কথা এখন কেউ বিশ্বাস করে না। আজ দেশের মানুষ মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি ১৯৭১ সালের পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলামের বাবা রাজাকার ছিলেন, স্বাধীনতাবিরোধী ছিলেন। তাই দেশের উন্নয়নকে বিএনপির সহ্য হয় না।

মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের সদস্যসচিব আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদাত হোসেন বকুল, সদস্যসচিব মাজেদ আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম প্রমুখ

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস