হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে স্বদেশ চন্দ্র (২৩) নামের এক যুবক আহত হয়েছিলেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থান মারা যান স্বদেশ। এর আগে গতকাল বুধবার দুপুরে দুর্ঘটনাটি হয়। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালকও আহত হন। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

স্বদেশ চন্দ্র মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সুদেব চন্দ্রের ছেলে। ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সম্প্রতি গ্রাফিকস ডিজাইনিংয়ে ডিগ্রি নিয়েছিলেন। তবে অপর মোটরসাইকেলর চালকের পরিচয় জানা যায়নি।

নিহতের মামা বিদূষ রায় বলেন, বুধবার দুপুরে ওষুধ নিয়ে পলাশবাড়ী শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন স্বদেশ। পথে বগুড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতমুখী অপর একটি বাইকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন স্বদেশ। তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ও পরে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান স্বদেশ। 

পলাশবাড়ী থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহটি এখন রংপুরে আছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ