হোম > সারা দেশ > কুড়িগ্রাম

রৌমারীতে ট্রাক্টর-অটো ভ্যানের সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি

রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে বালুবোঝাই ট্রাক্টর চাপায় সাদেকুল ইসলাম (২৩) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার মির্জাপাড়ার রৌমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাঁটুভাঙা এলাকার নূর হোসেনের ছেলে। আহতরা হলেন-উপজেলার যাদুরচর ইউনিয়নের নতুন যাদুরচর গ্রামের সৈয়দ আলীর ছেলে লাল মিয়া (৪০), বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের সাইদুল ইসলামের ছেলে সবুজ মিয়া (১৩) ও রাজিবপুর উপজেলার বালিয়ামারি গ্রামের মৃত ওসমান গনীর ছেলে লালচাঁন (৫০)।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। পরে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী মির্জাপাড়া গ্রামের মমিনুল ইসলাম জানান, রৌমারী থেকে ছেড়ে আসা দুটি বালুবোঝাই ট্রাক্টর পাল্লা দিয়ে বেপরোয়াভাবে আসছিল। একই সময়ে বিপরীত দিক থেকে দুজন যাত্রী নিয়ে রৌমারীর দিকে যাচ্ছি একটি অটো ভ্যান। এ সময় অটো ভ্যানকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গর্তে পড়ে যায় একটি ট্রাক্টর। ভ্যান চালকসহ তিনজন ও ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়। তাঁদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করানো হয়।

রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাদেকুলের মাথা থেতলে যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে ভর্তির পরই তিনি মারা যান। আহতদের অবস্থার অবনতি ঘটায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার