হোম > সারা দেশ > গাইবান্ধা

টিসিবির পণ্য নিতে গিয়ে ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত, ভিডিও ভাইরাল

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য নিতে গিয়ে এক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন মোজাহিদ ইসলাম নামে এক ব্যক্তি। তাঁর দাবি—স্ত্রীর নামে টিসিবির কার্ডের পণ্য নিতে গিয়ে ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে এই হামলার শিকার হন তিনি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। 

এ ঘটনায় অভিযুক্ত হলেন ৬ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বির হোসেন। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। 

ভুক্তভোগী মোজাহিদের অভিযোগ—চেয়ারম্যান মোসাব্বির হোসেন হঠাৎ তাঁর ওপর অতর্কিতভাবে হামলা চালান। এ সময় চেয়ারম্যান তাঁকে কিল-ঘুষ মারতে থাকেন। একপর্যায়ে তাঁকে ধাক্কা দিয়ে পরিষদ থেকে বের করে দেন। পরে তাঁকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করান। 

এ ঘটনার প্রতিকার চেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন তিনি। 

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

ঘটনার প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান মোসাব্বির হোসেন ইউনিয়ন পরিষদ থেকে বেশ কিছু লোকজনকে বের করে দিচ্ছেন। সেই সঙ্গে মোজাহিদকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন। 

গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মোজাহিদ আজকের পত্রিকাকে জানান, গতকাল সকাল থেকেই রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদে টিসিবির কার্ডের পণ্য দেওয়া হচ্ছিল। কিন্তু বেলা ৩টার দিকে শেষ ৫০-৫৫ জন কার্ডধারীকে পণ্য দিতে সময়ক্ষেপণ করেন টিসিবির সংশ্লিষ্ট ডিলার। পরে চেয়ারম্যান মোসাব্বির হোসেন ও সংশ্লিষ্ট ডিলারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু অপেক্ষা করেও বিকেল ৫টা পর্যন্ত পণ্য পাওয়া যায়নি। এ নিয়ে উপস্থিত কার্ডধারীদের মাঝে হইচই শুরু হয়। এতেই চেয়ারম্যান মোসাব্বির ক্ষিপ্ত হয়ে ওঠেন। 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মোসাব্বির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি গতকাল ৪টা পর্যন্ত উপজেলায় ছিলাম। উপজেলা থেকে বাড়িতে এসে পরনের কাপড় খুলতেই এক মেম্বার আমাকে মোবাইল ফোনে জানায় মোজাহিদ নামে এক ব্যক্তি টিসিবির পণ্য নিতে ঝামেলা করছে। টিসিবির পণ্য দেওয়ার নির্ধারিত সময় ৪টা পর্যন্ত থাকলেও তিনি সাড়ে ৪টার দিকে পরিষদে আসেন।’

তিনি আরও বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদে গিয়ে ঝামেলা এড়াতে মোজাহিদের কাছে টিসিবির কার্ডে সই নিয়ে পণ্য দেওয়ার জন্য ডিলারের লোকজনকে বলি। তখন মোজাহিদের কাছে কার্ড চাইলে, তিনি কার্ড ছাড়াই তাঁর সঙ্গে থাকা আরও কয়েকজনসহ ২০ জনের পণ্য দাবি করে। একপর্যায়ে পরিষদের লোকজনসহ ডিলারের লোকজনের ওপর হামলা করার জন্য তেড়ে যান তাঁরা।’ 

চেয়ারম্যান মোসাব্বির বলেন, ‘পরে আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মোজাহিদসহ লোকজনকে পরিষদ থেকে দিয়ে বের করে দিই। এ সময় তার সাঙ্গপাঙ্গরা সেটি ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয়।’ 

ওই সময় মোজাহিদকে পরিষদ থেকে বের করে না করে দিলে ডিলারের পণ্যসহ টাকাপয়সা ছিনতাই হওয়ার আশঙ্কা ছিল বলে দাবি করেন চেয়ারম্যান।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড