হোম > সারা দেশ > রংপুর

আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির বিরুদ্ধে লালমনিরহাটে মামলার আবেদন

লালমনিরহাট প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট করায় বরখাস্ত সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে লালমনিরহাটে মামলার আবেদন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে লালমনিরহাট সদর থানায় লিখিত আবেদন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহহিয়াতুল হাবীব মৃদুল।

বাদী মৃদুল লালমনিরহাট সদর উপজেলা সদরের খোর্দ্দসাপটানা এলাকার আহসান হাবীবের ছেলে।

অভিযুক্ত তাপসী তাবাসসুম ঊর্মি লালমনিরহাট জেলা প্রশাসনের সদ্য (ওসডি) বদলি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী কমিশনার এবং বরখাস্ত হওয়া জনপ্রশাসনের কর্মকর্তা। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নছিবপুর এলাকার ইসমাইল হোসেনের মেয়ে।

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

সেই আবু সাঈদকে লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার পদে থাকা তাপসী তাবাসসুম ঊর্মি সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করেছেন। এটা ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানকে অবমাননা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি দেওয়ার শামিল। এটি মানহানিকর ও রাষ্ট্রদ্রোহের শামিল। অভিযোগটি তদন্ত করে দ্রুত ঊর্মিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, ‘অভিযোগ পেয়েছি। অভিযুক্ত যেহেতু সরকারি কর্মকর্তা এবং দেশে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ দায়ের হয়েছে। তাই সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু