হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নরসিংদীতে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সীমান্তবর্তী গাছবাড়ি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি মামুন মিয়া উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের শাহিনুর ইসলামের ছেলে এবং নরসিংদীতে পার্লার ব্যবসায়ী মার্জিয়া আক্তার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পরোয়ানা মূলে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।’

পুলিশ জানায়, মামুন মিয়ার বিরুদ্ধে ২০১৯ সালে নরসিংদীর বেলাবতে মার্জিয়া আক্তার কান্তা নামে এক নারীকে হত্যার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। তিনি ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

মামলা সূত্রে জানা গেছে, মার্জিয়া আক্তার কান্তা ঢাকার সাভারের পার্লার ব্যবসায়ী ছিলেন। ২০১৯ সালে কান্তার স্বামী সাগর ও তার ফুপাতো ভাই মামুন মিলে কান্তাকে কুয়াকাটা নিয়ে যান। সেখানে একটি আবাসিক হোটেলে দুজন মিলে কান্তাকে হত্যা করে পালিয়ে যান।

ওই হত্যাকাণ্ডের মামলার বিচারে আদালত প্রধান আসামি কান্তার স্বামী সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। আর তার সহযোগী মামুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সাগর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার