হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় পারভিন বেগম শায়লা (৪২) নামে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। একই সঙ্গে ওই নারীকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলা থেকে খালাস পেয়েছেন তিনজন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লা গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ষণ এলাকার বাসিন্দা। তিনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। 

খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাঁরা সবাই দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা। 

মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রীবাহী একটি বাস গোবিন্দগঞ্জের কাটাবাড়ী এলাকায় পৌঁছালে সেখানে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগমের হাতব্যাগ থেকে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীনকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। 

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পারভিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হওয়ায় বিচারক আজ এ রায় দেন। জেলায় এটি প্রথম নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ডের রায়। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ