হোম > সারা দেশ > লালমনিরহাট

তিস্তা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ ৩ শ্রমিকের একজনের মরদেহ উদ্ধার 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযান শুরুর পর দুপুরে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। বাকি দুজনকে উদ্ধারে এখনো নদীতে অভিযান চালাচ্ছেন তাঁরা। 

উদ্ধার ব্যক্তি হলেন—শফিকুল ইসলাম (৫০)। এখনো নিখোঁজ রয়েছেন আহেদুল ইসলাম (৪০) ও ফজলুর রহমান (৫৫)। তারা তিনজনই পেশাদার দিনমজুর। 

আগে আজ রোববার সকাল ৯টায় উপজেলার সিংগীমারী ইউনিয়নের ধুবনী গ্রামের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনাটি ঘটে। 

তলিয়ে যাওয়া নৌকা থেকে প্রাণে বেঁচে ফেরা যাত্রী খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, রোববার সকালে প্রায় ১৫-২০ জন দিনমজুর কাজের জন্য ওই নৌকায় করে নদীর ওপারে যাচ্ছিলেন। হঠাৎই মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও সফিকুল, আহেদুল ও ফজলুর রহমান পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খুঁজেও তাঁদের পায়নি। 

নিখোঁজ আহেদুলের বড় ভাই আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছোট ভাই একজন দিনমজুর। তার পাঁচ ছেলে-মেয়ে। পরিবারে একমাত্র উপার্জনকারী সে। আজ সকালে কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে জানতে পারি সে নদীতে ডুবে নিখোঁজ।’ 

এ বিষয়ে হাতীবান্ধা ফায়ার স্টেশন অফিসার মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘জানতে পেরে ঘটনাস্থলে এসে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা এসে ওই তিনজনকে খোঁজা শুরু করেছে। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ডুবুরি দল বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ 

এ ঘটনায় হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মূসা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসেই ডুবরি দলকে খবর দেই। সফিকুল ইসলাম নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছেন ডুবুরি দল। বাকি দুজনকে উদ্ধারে চেষ্টা চলছে।’

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা