হোম > সারা দেশ > দিনাজপুর

মোটরসাইকেল চালিয়ে ট্রায়াল দিতে গিয়ে মেকানিকের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে মোটরসাইকেল চালিয়ে ট্রায়াল দিতে গিয়ে মো. হারুনুর রশিদ হারুন (১৬) নামে এক সহকারী মেকানিক মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কাচদহ শেখ ওয়াজেদ মিয়া সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হারুন উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউপির পূর্ব ভোটারপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে। তিনি ওই এলাকার কাচদহ বাজারের রতন মিয়ার মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সার্ভিসিং সেন্টারের মালিক মো. রতন মিয়া আজকের পত্রিকাকে বলেন, প্রায় দেড় মাস যাবৎ আমার সেন্টারে কাজ করছিল হারুন। এর আগে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায় প্রায় এক বছর যাবৎ মেকানিকের কাজ করেছিল সে। প্রতিদিনের মতো রাতে দোকানে থাকত হারুন। আজ সকালে ব্যবসায়ী ফিরোজ মিয়া তাঁর ব্যবহৃত মোটরসাইকেল মেরামতের জন্য ওই সেন্টারে নিয়ে আসেন। এ সময় দোকানে হারুন একাই ছিল। সে মোটরসাইকেল চালিয়ে ট্রায়াল দিতে পার্শ্ববর্তী শেখ ওয়াজেদ মিয়া সেতু অতিক্রম করে। ফিরে আসার সময় সেতু পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং নির্দেশক পিলারে ধাক্কা লেগে জখম হয় সে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল ৭টা ৪৫ মিনিটে হারুনকে মৃত অবস্থায় কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তখন তার মাথায় মারাত্মক জখম ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।’

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, হারুন নামে এক কিশোর মোটরসাইকেল চালিয়ে ট্রায়াল দিতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে। এরই মধ্যে মরদেহ দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ