হোম > সারা দেশ > দিনাজপুর

চিরিরবন্দরে ডাম্পট্রাক চলাচল ও বালুরঘাট বন্ধের দাবিতে মানববন্ধন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে সাইতাড়া ইউনিয়নের চড়কডাঙ্গা এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন এবং পিচের পাকা রাস্তা নষ্ট করে বালু-মাটি উত্তোলন ও বিপণন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী চড়কডাঙ্গা বাজার এলাকায় সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে চড়কডাঙ্গা এলাকার পূর্ব সাইতাড়া প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সাইতাড়া বালিকা উচ্চবিদ্যালয়, সুখীপীড় দাখিল মাদ্রাসা, পূর্ব সাইতাড়া হাফেজিয়া ইয়াতিম খানা ও কুশুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে উপজেলার কাঁকড়া নদী থেকে বালু উত্তোলন করে আসছে অবৈধ ভারী ডাম্পট্রাক। এটি চলাচলের কারণে ফিরিঙ্গিঘাট থেকে আইয়ুবসাড়ির মোড় পর্যন্ত চার কিলোমিটার পাকা সড়ক ও গ্রামীণ রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তার ধুলাবালুতে দেখা দিচ্ছে মানুষের শ্বাসকষ্টসহ নানা রকম রোগবালাই। এর সঙ্গে নষ্ট হচ্ছে পরিবেশ। প্রশাসনের নাগের ডগায় অবাধে চলছে কাঁকড়া নদী থেকে বালু উত্তোলন। অন্যদিকে কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে মাটি বিপণন করলেও যেন দেখার কেউ নেই! আমরা এসব সমস্যার দ্রুত সমাধান চাই।’

এ বিষয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বালু উত্তোলন ও বিপণন বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। তবে চড়কডাঙ্গা এলাকায় বালুবাহী ডাম্পট্রাক চলাচলের কারণে পিচের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বীর মুক্তিযোদ্ধা শাহ্ বুল্লা মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পূর্ব সাইতাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, পূর্ব সাইতাড়া দারুল হুদা দাখিল মাদ্রাসার সুপার আলতাফ হোসেন সিদ্দিকী, বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, ইউপি সদস্য আবদুল্লাহ, ব্যবসায়ী ইয়াকুব আলী প্রমুখ।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস