হোম > সারা দেশ > নীলফামারী

প্রেমের বিয়ে, চার দশকের ৭ সুখী দম্পতিকে সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি

প্রেম করে বিয়ে করেছেন এবং এ পর্যন্ত সুখে-শান্তিতে দাম্পত্যজীবন অতিবাহিত করছেন, এমন সাত দম্পতিকে আয়োজন করে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়েছে নীলফামারী জেলায়। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের শহীদ মিনার চত্বরে ওই সংবর্ধনার আয়োজন করে শহরের ‘ব্লু প্রেজেন্ট’ নামের একটি ব্যান্ড দল। সেই সঙ্গে ব্যান্ড দলের শিল্পীরা গানে গানে মাতিয়ে তোলেন উপস্থিত দর্শক শ্রোতাদের। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। তিনি নিজেও ৪২ বছর আগে বিয়ে করেছিলেন প্রেম করে। বক্তব্যে প্রেমের সফল কাহিনি তুলে ধরেন তিনি। বক্তব্য শেষে একে একে দম্পতিদের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা জানান। 

এ অনুষ্ঠানে আরও যাঁদের সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক, জেলা বিএনপির সহসভাপতি মোস্তফা হক প্রধান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলমের সহধর্মিণী তাজমিন ফৌজিয়া ওপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন এবং নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান তারিকুল ইসলাম। 

অনুষ্ঠানের প্রধান অতিথি দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘১৯৮০ সালে প্রেম করে বিয়ে করেছি। ৪২ বছরের সংসার জীবন অতিবাহিত করছি। রাজনৈতিক সফলতার পেছনে আমার সহধর্মিণীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’ এ সময় প্রতিবছর এদিনটিকে এভাবে পালনের আহ্বান জানান তিনি। 

জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক বলেন, ‘৩০ বছর আগে আমরা ভালোবেসে বিয়ে করেছি। ৩০ বছরের সংসার জীবনে আমাদের মান-অভিমান অনেক হয়েছে। কিন্তু ভালোবাসা একটুও কমেনি। আজকের এ আয়োজন আমাদের অভিভূত করেছে। আজকে আমরা সবাই রাজনীতির ঊর্ধ্বে থেকে সমবেত হয়েছি। এখানে ভালোবাসার জয় হয়েছে।’ 

নীলফামারী সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান তারিকুল ইসলাম তাঁর প্রেম জীবনের স্মৃতিচারণা করে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি তাঁর কণ্ঠে ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ সংগীত পরিবেশন করেন। 

এদিকে এই অনুষ্ঠানের আয়োজক ব্যান্ড দলের নেতা সুকুমার পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যান্ড দলটির ভোকাল মো. জান্নাতুল ফেরদৌস ফিরোজ। 

এ সময় ফিরোজ বলেন, ‘আমাদের এ আয়োজনে ভালোবেসে বিয়ে করা সফল দম্পতিদের আহ্বান জানিয়েছি। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী। আমাদের ডাকে সাড়া দিয়ে দলমত-নির্বিশেষে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এমন আয়োজনে জয় হয়েছে ভালোবাসার। আয়োজনের সফলতায় আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’ 

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের