হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে অভাবের তাড়নায় শিশুকে দত্তক দিলেন মা-বাবা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভাবের তাড়নায় এক দম্পতি তাঁদের দুই দিন বয়সী কন্যাশিশুকে দত্তক দিয়েছেন।

আজ শনিবার ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের শঠিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভাবের তাড়নায় শিশুকে দত্তক দেওয়া ওই দম্পতি হলেন শফিকুল ইসলাম (৩২) ও মরিয়ম বেগম (২৮)।

শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অভাবের সংসার। দিন আনি দিন খাই। আমি ও আমার স্ত্রী অসুস্থ। বর্তমানে আমাদের তিনটি সন্তান রয়েছে। বড় ছেলে মফিজুলের বয়স নয় বছর, মেয়ে জান্নাতের বয়স সাত বছর, ছোট ছেলে মোস্তফার বয়স তিন বছর। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আমার স্ত্রী আরও একটি কন্যাসন্তান প্রসব করে। এতগুলো সন্তানের ভরণপোষণের সামর্থ্য আমার নেই। তাই কন্যাশিশুটি যাতে ভালো থাকে, সে জন্য আমার মামাতো বোন লাকী বেগম ও তার স্বামী আলমগীর হোসেনকে দত্তক দিয়েছি।’

শফিকুলের স্ত্রী মরিয়ম বেগম জানান, অভাবের কারণে শিশুকে দত্তক দিয়েছেন। 

শফিকুল ইসলামের চাচা রেহান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শফিকুল কাজকাম করতে পারে না। সে তার ভাইয়ের বাড়িতে থাকে। তিনটি ছেলেমেয়ে ভরণপোষণ ঠিকমতো করতে পারে না। সে কারণে দুই দিন বয়সী কন্যাশিশুকে দত্তক দিয়েছে।’ 

কন্যাশিশুটিকে দত্তক নেওয়া আলমগীর হোসেন বলেন, ‘আমরা নিঃসন্তান। তাই আমার স্ত্রীর ফুফাতো ভাই শফিকুল ইসলামের মেয়েকে দত্তক নিয়েছি।’

বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন বলেন, ‘শফিকুল অত্যন্ত দরিদ্র মানুষ। সে তার নিঃসন্তান মামাতো বোনকে সন্তান দত্তক দিয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ