হোম > সারা দেশ > রংপুর

একদলীয় শাসন চালু হয় কি না তা নিয়ে শঙ্কিত: জিএম কাদের

রংপুর প্রতিনিধি

এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল রংপুর-৩ আসনের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, ‘আমাদের ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কি না, এটা নিয়ে আমরা শঙ্কিত। আমাদের কোরবানি দিলে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম হয়ে যাবে।’

এর আগে বেলা ১১টায় রংপুর নগরীর তোজাম্মেল হোসেন মেমোরিয়াল শিশুমংগল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন জাপা চেয়ারম্যান। ভোট কেমন হচ্ছে এ প্রশ্নের জবাবে সেখানে লাঙ্গলের এই প্রার্থী বলেন, ‘সব জায়গায় ভোট ভালো হওয়ার কথা ছিল; কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লক্ষণ ভালো দেখছি না। দু-এক জায়গায় যদি ভালো না হয়, সেটিও খারাপ লক্ষণ। শীত, ভোট বর্জনের ক্যাম্পেইন, ভোটারদের দ্বিধাদ্বন্দ্বের কারণে সকালে উপস্থিতি কম। তবে রংপুরের মানুষ লাঙ্গলের রাজনীতি করে। রংপুরে ভোটার উপস্থিতি ভালো হবে; কিন্তু রংপুর সারা দেশের পরিস্থিতি যাছাইয়ের উদাহরণ নয়।’

নির্বাচন-পরবর্তী ভাবনা কী, জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘নির্বাচনে যেহেতু এসে গেছি, বর্জন করার সুযোগ নেই। নির্বাচনের পর ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।’

উল্লেখ্য, রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই আসনে জি এম কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ