হোম > সারা দেশ > লালমনিরহাট

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত প্রায় ৯টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টাব্যাপী বৈঠকটি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়ন সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পানবাড়ী এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি সীমান্তসংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিএসএফকে সমন্বয় সভায় অংশ নেওয়ার আহ্বান জানায় বিজিবি। সভায় বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল সাব্বির আহমেদ আট সদস্যের এবং ভারতের পক্ষে জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতম ২২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

আলোচনাসভায় বিএসএফের পক্ষ থেকে সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ, দুষ্কৃতকারীর ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়া কাটা, বাংলাদেশি সীমান্ত এলাকার বাসিন্দাদের শূন্যরেখায় গবাদিপশু চরানো, যেকোনো সমস্যা হলে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান, ভারতীয় জমির ফসল যাতে বাংলাদেশি নাগরিকেরা না কাটে, চোরাকারবারিদের বিএসএফের ওপর আক্রমণ বন্ধ করা ও দহগ্রাম এবং কুচলিবাড়ী সীমান্তে চোরাচালান বন্ধ করার প্রসঙ্গ তোলা হয়।

অন্যদিকে বিজিবির পক্ষ থেকে চোরাকারবারি আটক করলে আইনি ব্যবস্থা গ্রহণ, সীমান্তে গুলি করে নিরীহ জনগণকে হত্যা না করা, যেকোনো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান নিয়ে আলোচনা করা হয়।

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক। ছবি: সংগৃহীত

উল্লিখিত বিষয়গুলো নিয়ে উভয় বাহিনী বিস্তর আলোচনা করে একমত পোষণ করে বলে বিজিবির সূত্র জানিয়েছে।

সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম প্রমুখ।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড