হোম > সারা দেশ > দিনাজপুর

বিরলে ইউনিয়ন পরিষদ আইন অমান্যের অভিযোগে চেয়ারম্যান বরখাস্ত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলে ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়কে ইউনিয়ন পরিষদ আইন অমান্য করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ করা হয়। 

গত ৬ জুন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুয়ায়ী দিনাজপুর জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

আজ মঙ্গলবার বিষয়টি জানার পর আজকের পত্রিকার কাছে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিরল ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমি উচ্চ আদালতে এই বিষয়ে রিট করব।’ 

চিঠিতে বলা হয়, দিনাজপুর জেলার বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়ের উল্লেখিত অভিযোগে তাঁর দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করেন। 

সেহেতু, দিনাজপুর জেলার বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের শূন্য পদ না থাকা সত্ত্বেও, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে শূন্য পদের চাহিদা পাঠান চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যানকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু এর কোনো জবাব না দেওয়ায় মাঠ পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ