হোম > সারা দেশ > রংপুর

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত শিশু, আহত ৬

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক শিশুর মৃত্যু হয়েছে এবং ছয়জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম সুরাইয়া আক্তার (১১)। সে ইকরচালী ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের গ্রামের ভুট্টু মিয়ার মিয়া মেয়ে। সে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম, পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি সকাল ১০টার দিকে ইকরচালী বাজার থেকে যাত্রী নিয়ে তারাগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহন অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমাইয়া নামের এক শিশুর। আহত হন অটোরিকশার চালক জাহাঙ্গীর আলমসহ ছয়জন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘বরাতি সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও শ্যামলী পরিবহনের বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ 

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার