হোম > সারা দেশ > রংপুর

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত শিশু, আহত ৬

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক শিশুর মৃত্যু হয়েছে এবং ছয়জন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রংপর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম সুরাইয়া আক্তার (১১)। সে ইকরচালী ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের গ্রামের ভুট্টু মিয়ার মিয়া মেয়ে। সে জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম, পরিচয় জানা যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি সকাল ১০টার দিকে ইকরচালী বাজার থেকে যাত্রী নিয়ে তারাগঞ্জের উদ্দেশে রওনা হয়। পথে যমুনেশ্বরী নদীর বরাতি সেতুর ওপর পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শ্যামলী পরিবহন অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। এ সময় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমাইয়া নামের এক শিশুর। আহত হন অটোরিকশার চালক জাহাঙ্গীর আলমসহ ছয়জন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

দুর্ঘটনার বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহাবুব মোরশেদ বলেন, ‘বরাতি সেতুতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত ছয়জনকে উদ্ধার করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও শ্যামলী পরিবহনের বাসটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’ 

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস