হোম > সারা দেশ > রংপুর

কাদিয়ানিদের সালানা জলসা বন্ধের দাবিতে স্মারকলিপি

পঞ্চগড় প্রতিনিধি

আগামী ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ান সম্প্রদায়ের ৯৭ তম বার্ষিক সালানা জলসা বন্ধের দাবিতে মৌন মিছিল এবং স্মারকলিপি দিয়েছে পঞ্চগড় যুব সমাজ নামে একটি সংগঠন। আজ রোববার দুপুরে জেলা শহরের রাজনগড় জামে মসজিদ থেকে এ মৌন মিছিলটি বের হয়ে পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়। 

এ সময় জেলা প্রশাসক বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন তারা। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান। এরপর পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় এবং জেলা পরিষদ কার্যালয়েও স্মারকলিপি দেন সংগঠনটির সদস্যরা। 

এ সময় সংগঠনটির সভাপতি মাওলানা লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন আহমাদসহ প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। 

সংগঠনটির দাবি, কাদিয়ানিরা তাদের কুফরি মতবাদ প্রচারের জন্যই এই জলসার আয়োজন করছেন প্রতিবছর। জলসায় পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকার সরলমনা মুসলমানদের ঈমান আক্বিদা নষ্ট করে তাদের কুফরি আক্বিদা ও মতবাদ প্রতিষ্ঠার কাজ করছে। 

সংগঠনটির সভাপতি মাওলানা লিয়াকত আলী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মৌন মিছিল ও স্মারকলিপি প্রদান করেছি। ইসলাম বিরোধী যেকোনো কর্মকাণ্ডে আমরা প্রতিবাদ জানাই। এটা আমাদের ঈমানি দায়িত্ব। কাদিয়ান সম্প্রদায় কাদিয়ানি হিসেবে তাদের কার্যক্রম চালাতে চাইলে আমরা বাধা দেব না। তবে মুসলমান নাম ধরে তাদের যেকোনো কর্মসূচির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ