হোম > সারা দেশ > রংপুর

ভিজিএফের চাল জব্দ করলেন ইউএনও, গুদাম মালিকের দাবি কার্ডধারীরা বিক্রি করেছেন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিএফ) ১৩ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট মধ্য ঝাড়গাঁও এলাকার মেসার্স মেহেদী হাসকিং মিলের একটি গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। তবে গুদাম মালিক বলছেন, কার্ডধারীরা তাঁর কাছে চালগুলো বিক্রি করেছেন।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, গতকাল বৃহস্পতিবার আখানগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ৫৬৫ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে চাল বিতরণ শেষ হলেও ভিজিএফের চাল মজুত রয়েছে ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে। তা জানতে পেরে সেখানে যান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন। এ সময় ওই গুদাম থেকে খাদ্য অধিদপ্তরের ১৩ বস্তা চাল জব্দ করেন। পরে চালের বস্তাগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। 

ওই মিল মালিক মুসলিম উদ্দিন জানান, কার্ডধারীরা তাঁর কাছে বিক্রি করেছেন বলেই তিনি কিনে নিয়ে তাঁর গুদামে রেখেছেন। এখানে তাঁর কোনো দোষ নেই বলে দাবি করেন। 

এ বিষয়ে আখানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোমান বাদশা বলেন, যেহেতু ভিজিএফের চালগুলো খাওয়ার অনুপযোগী, স্বাভাবিকভাবে উপকারভোগীরা বিক্রি করতে পারেন। চালগুলো জব্দ করে পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে প্রশাসন কার্যত পদক্ষেপ নেবেন। 

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন বলেন, ১৩ বস্তা চাল ব্যবসায়ী মুসলিম উদ্দিন কীভাবে ক্রয় করেছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ