হোম > সারা দেশ > দিনাজপুর

দেড় মাস পর বড়পুকুরিয়া খনির নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভের নতুন ফেজ (১২০৯ নম্বর) থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। এর আগে গত ২৯ ডিসেম্বর খনি ভূগর্ভের পুরোনো ফেজে (১৪১২ নম্বর) কয়লার মজুত শেষ হওয়ায় উত্তোলন বন্ধ ছিল। নির্ধারিত সময়ের ১৫ দিন আগে আজ শুক্রবার সকাল থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়। 

কয়লা উত্তোলনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার। 

খনি সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর খনি ভূগর্ভের ১৪১২ নম্বর ফেজের উত্তোলনযোগ্য কয়লা শেষ হয়ে যায়। নতুন ১২০৯ নম্বর ফেজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাসের জন্য কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়। নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করে, আগামী মার্চ মাস থেকে কয়লা উত্তোলনের সময় নির্ধারণ করা হয়। এর ১৫ দিন আগেই নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। 

নতুন ফেজ থেকে প্রতিদিন গড়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার টন কয়লা উত্তোলন হবে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ। 

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (মাইনিং অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, ‘১৪১২ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১০ হাজার টন, সেখানে কয়লা উত্তোলন হয়েছে ২ লাখ ২০ হাজার টন। নতুন ১২০৯ নম্বর ফেজ থেকে ৩ লাখ ৬০ হাজার টন কয়লা উত্তোলন করা যাবে।’ 

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার বলেন, ‘একটি ফেজের কয়লা শেষ হলে আর একটি নতুন ফেজ তৈরি করে কয়লা উত্তোলন করা হয়। এটি খনির একটি নিয়মিত কর্ম। একটি ফেজ থেকে নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপন করতে তিন মাস সময় লাগে এ কারণে ওই সময় খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ থাকে। এ অনুযায়ী নির্ধারিত সময়ের ১৫ দিন আগে নতুন ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হয়েছে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা