হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রাম পৌরসভার সাবেক কমিশনার গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি 

কামরুজ্জামান মিন্টু। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম পৌরসভার সদ্য সাবেক কমিশনার কামরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার ভকেশনাল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান মিন্টু পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তিন বার নির্বাচিত পৌর কমিশনার। তিনি ভকেশনাল মোড় সংলগ্ন প্রাণিসম্পদ হাসপাতাল পাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জেলা যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ওসি নাজমুল আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হামলার জেরে কুড়িগ্রাম সদর থানায় করা হত্যা মামলাসহ একাধিক মামলায় মিন্টুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

একই দিন সংঘটিত হামলার ঘটনায় আহত হওয়ার দাবি করে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহম্মেদ বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০–৩০০ জনকে আসামি করে।

তবে সাবেক কমিশনার মিন্টু এই দুই মামলার কোনটিতেই এজাহারভুক্ত আসামি নন বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি নাজমুল আলম বলেন, ‘এজাহারে নাম না থাকলেও মামলার প্রাথমিক অনুসন্ধানে কামরুজ্জামান মিন্টুর নাম পাওয়া গেছে। এ জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস