হোম > সারা দেশ > রংপুর

৫ ঘণ্টা পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক 

নীলফামারী প্রতিনিধি

ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল। সোমবার বেলা ২টা ৪০ মিনিট থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো উড়োজাহাজ অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, এয়ার এ্যাস্ট্রা, ইউএস-বাংলা ও নভোএয়ারের ৭টি উড়োজাহাজের ঢাকাগামী সাড়ে চার শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, দেশের মধ্যে নীলফামারীতে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে দুপুর ১২টায় বিমানবন্দর রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ৬০০ মিটার ও বেলা দেড়টায় তা বেড়ে ১০০০ মিটারে দাঁড়ায়। ফলে বিমানবন্দরে কোনো উড়োজাহাজ উঠানামা করতে না পারায় শিডিউল বিপর্যয় পড়েছে। দুর্ভোগে পড়েছে সাড়ে চার শতাধিক ঢাকাগামী বিমানযাত্রী।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা ছিল বিমানবন্দর এলাকা। বেলা দেড়টার পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় উড়োজাহাজ চলাচলের প্রয়োজনীয় দৃষ্টিসীমা চলে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ২টা ৪০ মিনিটে বেসরকারি কোম্পানির একটি উড়োজাহাজ রানওয়েতে অবতরণের মধ্য দিয়ে ঢাকা-সৈয়দপুর রুটে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক হয়।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ