হোম > সারা দেশ > রংপুর

নৌকার প্রার্থীকে ‘আমাদের আবুল কালাম’ বলে তোপের মুখে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা

গাইবান্ধা প্রতিনিধি

যাচাই-বাছাইয়ের দিন গাইবান্ধা-৪ আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেছেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। 

ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে সাঁওতাল হত্যাসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন বলে জানা গেছে। 

জানা যায়, ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় তথ্য ও কাগজপত্রে গরমিল থাকায় আবুল কালাম আজাদের প্রার্থিতা স্থগিতের ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রাসুল। পরে ওই দিনই সংশোধনের আবেদন করে সঠিকভাবে কাগজপত্র দাখিল করেন আবুল কালাম আজাদ। এরপর বৈধ প্রার্থীর নাম ঘোষণার শুরুতেই ‘গাইবান্ধা-৪ আসনে আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেন রিটার্নিং কর্মকর্তা। 

বৈধ ঘোষণার পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ওই বক্তব্যের ভিডিও ফুটেজ নিজের ফেসবুক পেজে আপলোড করেন। ১৪ সেকেন্ডের ভিডিওটিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলে বৈধ প্রার্থী হিসেবে ওই নাম ঘোষণা করতে দেখা যায়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন