হোম > সারা দেশ > রংপুর

নৌকার প্রার্থীকে ‘আমাদের আবুল কালাম’ বলে তোপের মুখে গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা

গাইবান্ধা প্রতিনিধি

যাচাই-বাছাইয়ের দিন গাইবান্ধা-৪ আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণার সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেছেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুল। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। 

ঘটনাটি ঘটেছে ৩ ডিসেম্বর জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলনকক্ষে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আসনটিতে এমপি নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে সাঁওতাল হত্যাসহ পাঁচটি মামলা আদালতে বিচারাধীন বলে জানা গেছে। 

জানা যায়, ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় তথ্য ও কাগজপত্রে গরমিল থাকায় আবুল কালাম আজাদের প্রার্থিতা স্থগিতের ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রাসুল। পরে ওই দিনই সংশোধনের আবেদন করে সঠিকভাবে কাগজপত্র দাখিল করেন আবুল কালাম আজাদ। এরপর বৈধ প্রার্থীর নাম ঘোষণার শুরুতেই ‘গাইবান্ধা-৪ আসনে আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলেন রিটার্নিং কর্মকর্তা। 

বৈধ ঘোষণার পর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ওই বক্তব্যের ভিডিও ফুটেজ নিজের ফেসবুক পেজে আপলোড করেন। ১৪ সেকেন্ডের ভিডিওটিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে ‘আমাদের মো. আবুল কালাম আজাদ’ বলে বৈধ প্রার্থী হিসেবে ওই নাম ঘোষণা করতে দেখা যায়।

এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা কাজী নাহিদ রসুলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ