হোম > সারা দেশ > কুড়িগ্রাম

৬ বছর পালিয়েও গ্রেপ্তার এড়াতে পারেননি মাদক মামলার আসামি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ছয় বছর পালিয়ে থেকেও গ্রেপ্তার এড়াতে পারেননি মাদক মামলার আসামি কুড়িগ্রামের নাগেশ্বরীর নুর হোসেন। গতকাল সোমবার টাঙ্গাইলের সখীপুর থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন।

নুর হোসেনের বাড়ি নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের চর কৃষ্ণপুর গ্রামে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, গতকাল রাতেই তাঁকে কচাকাটা থানায় আনা হয়। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মামুন জানান, নুর হোসেনের নামে ২০১৮ সালে স্পেশাল ট্রাইব্যুনালে মাদক মামলা হয়। এরপর ছয় বছরে তিনি ঢাকা, গাজীপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় আত্মগোপনে থাকেন। এই সময়ে কোথাও তিনি অনেক দিন না থেকে বারবার অবস্থান পরিবর্তন করে আসছিলেন।

এদিকে অনেক দিন পলাতক থাকায় নুর হোসেনের নামে পরোয়ানা জারি হয়। এরপর গোপনে তথ্য পেয়ে গতকাল কচাকাটা থানা-পুলিশ টাঙ্গাইলের সখীপুর থানা-পুলিশের সহযোগিতায় সখীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে বলে জানান ওসি মামুন।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু