হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে পাপিয়া হত্যা মামলার ৩ আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বাসনালি কেটে গৃহবধূ পাপিয়া হত্যা মামলার তিন আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ রোববার দুপুরে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন—পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটা গ্রামের চান মিয়ার ছেলে রাব্বি মিয়া, রাব্বি মিয়ার ভাই পাপুল মিয়া ও পাপুল মিয়ার স্ত্রী ইসমোতারা বেগম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পলাশবাড়ী উপজেলার বিরামের ভিটা গ্রামে রাব্বি মিয়ার সঙ্গে প্রতিবেশী নুরুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের জেরে গত ১৮ মে সকালে আসামিরা তাঁদের লোকজন নিয়ে নুরুল হকের মেয়ে পাপিয়া বেগমকে আক্রমণ করেন। এ সময় পাপিয়ার গলার শ্বাসনালি কেটে তাঁকে হত্যা করেন হামলাকারীরা। 

এ ঘটনায় নিহতের ভাই আরিফুজ্জামান বাদী হয়ে পলাশবাড়ী থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন। গতকাল শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার চর কাশিপুর এলাকা থেকে রাব্বি, পাপুল ও ইসমোতারাকে গ্রেপ্তার করা হয়। 

নিহত পাপিয়া বেগম একই এলাকার নুরুল হক মাস্টারের মেয়ে এবং মনোহরপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু