হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে মাদক বিক্রি করতে এসে ধরা 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে মাদকের চালানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সদর উপজেলা ২৯ মাইল বাজার এলাকার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি পুলিশকে জানায়, তিনি প্রায় ঢাকা থেকে মাদকের চালান এনে ঠাকুরগাঁওয়ে বিক্রি করতেন। 

গ্রেপ্তার রতন মজুমদার (৩৫) ঢাকার কেরানীগঞ্জের বকুল তলা এলাকার বাসিন্দা। 

ডিবি পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাসে রতন মজুমদার আসছিলেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে তিনটি আলাদা ব্যাগে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানায়, তিনি জব্দ করা মাদকগুলো ঠাকুরগাঁওয়ে বিক্রির উদ্দশ্যে নিয়ে আসছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর রতন মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ