হোম > সারা দেশ > দিনাজপুর

বাংলাদেশের কৃষকেরাও স্মার্ট হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষকেরাও স্মার্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল আটটায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নে ৫৮ জন কৃষকের মাঝে ৫০ একর জমিতে আধুনিক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো রোপণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও এখন স্মার্ট হচ্ছে। সনাতন পদ্ধতিতে চাষাবাদ করার দিন শেষ, এখন আধুনিক প্রযুক্তিতে কৃষিকাজ করে অল্প সময়ে ও সাশ্রয়ের ফলে কৃষকেরা লাভবান হচ্ছে।’ 

খালিদ মাহমুদ এমপি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারে খাদ্য চাহিদার জোগান আরও সমৃদ্ধ হচ্ছে। আবাদি জমির পরিমাণ কম হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকেরা অধিক ফলন ফলাতে পারছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন-সোনার বাংলা বিনির্মাণে কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’ 

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আছে বলেই কৃষকেরা ন্যায্যমূল্যে সার, বীজ ও তেল পাচ্ছে। অথচ বিএনপির আমলে কৃষকেরা সারের জন্য জীবন দিয়েছে। আমরা কৃষকের দোরগোড়ায় সারসহ সব কৃষিপণ্য পৌঁছে দিচ্ছি। আজকের এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খাদ্যনিরাপত্তা জোরদার করা হলো।’ 

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মো. মামুন, কৃষক লীগের সভাপতি মাইনউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন নাবু প্রমুখ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ