হোম > সারা দেশ > দিনাজপুর

বাংলাদেশের কৃষকেরাও স্মার্ট হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষকেরাও স্মার্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল আটটায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নে ৫৮ জন কৃষকের মাঝে ৫০ একর জমিতে আধুনিক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো রোপণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও এখন স্মার্ট হচ্ছে। সনাতন পদ্ধতিতে চাষাবাদ করার দিন শেষ, এখন আধুনিক প্রযুক্তিতে কৃষিকাজ করে অল্প সময়ে ও সাশ্রয়ের ফলে কৃষকেরা লাভবান হচ্ছে।’ 

খালিদ মাহমুদ এমপি বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহারে খাদ্য চাহিদার জোগান আরও সমৃদ্ধ হচ্ছে। আবাদি জমির পরিমাণ কম হলেও আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকেরা অধিক ফলন ফলাতে পারছে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন-সোনার বাংলা বিনির্মাণে কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’ 

নৌ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় আছে বলেই কৃষকেরা ন্যায্যমূল্যে সার, বীজ ও তেল পাচ্ছে। অথচ বিএনপির আমলে কৃষকেরা সারের জন্য জীবন দিয়েছে। আমরা কৃষকের দোরগোড়ায় সারসহ সব কৃষিপণ্য পৌঁছে দিচ্ছি। আজকের এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খাদ্যনিরাপত্তা জোরদার করা হলো।’ 

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পালের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, যুগ্ম সম্পাদক আবু তাহের মো. মামুন, কৃষক লীগের সভাপতি মাইনউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন নাবু প্রমুখ।

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার