হোম > সারা দেশ > লালমনিরহাট

কাটা মাথা মিলল ৭ কিমি দূরে, সতিন গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিনিধি 

পুলিশের হাতে গ্রেপ্তার মেহেরুন বেগম (বাঁয়ে)। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটে ভুট্টাখেত থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধারের তিন দিন পরে সেই হাসিনা বেগমের (৪৫) কাটা মাথা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সতিন মেহেরুন বেগমকে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মেহেরুন বেগমের দেওয়া তথ্যে আজ শনিবার দুপুরে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভারতীয় সীমান্তবর্তী ভুট্টাখেত থেকে হাসিনার কাটা মাথা উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। দেহ থেকে মাথা রাখা হয় প্রায় সাত কিলোমিটার দূরে। তবে নিজ বাড়ির পাশের ভুট্টাখেতে।

মৃত হাসিনা বেগম ভারতীয় সীমান্ত ঘেঁষা লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ি গ্রামের ভ্যানচালক আশরাফুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তিনি পার্শ্ববর্তী এলাকা ভারতের দিনহাটা থানার হরিরহাট ইউনিয়নের জারিধল্লা গ্রামের কাশেম আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গরুর ঘাস কাটতে গিয়ে স্থানীয় শ্রমিকেরা ভুট্টাখেতের আইলে মাথাবিহীন নারীর লাশ দেখতে পান। খবর পেয়ে সদর থানা-পুলিশ অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ভুট্টাখেতটির মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ লাশের আঙুলের ছাপ নিয়ে গত বৃহস্পতিবার পরিচয় শনাক্ত করে। এর পর থেকে মৃত হাসিনার স্বামী ভ্যানচালক আশরাফুল ও তাঁর প্রথম স্ত্রী মেহেরুনসহ পুরো পরিবার আত্মগোপন করেন।

পুলিশ হাসিনা বেগমের মাথা উদ্ধার করতে এবং ঘটনার ক্লু উদ্ধারে অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেরুনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁকে সঙ্গে নিয়ে আজ শনিবার দুপুরে কুটিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মাথাটি উদ্ধার করে পুলিশ। পরে মেহেরুন বেগমকে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ভ্যানচালক আশরাফুলের দুই স্ত্রীর পৃথক দুটি বাড়ি। তবে নিজে ছোট স্ত্রী হাসিনার ঘরে থাকতেন। দুই স্ত্রীর মাঝে বিরোধ ছিল। তবে আশরাফুল ছোট স্ত্রীকে সর্বদা সঙ্গে রাখতেন। এমনকি কোথাও গেলে হাসিনাকে ভ্যানে করে নিয়ে যেতেন। তিনি বলেন, ‘তাঁদের ভালোবাসা সম্রাট শাহজাহান-মমতাজকে হার মানায়। সেই ভালোবাসার সমাধি মাথাবিহীন হাসিনার লাশ মানতে পারছে না গ্রামবাসী। ঘটনার পর থেকে আশরাফুল আত্মগোপনে থাকা সন্দেহজনক।’

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি: আজকের পত্রিকা

ঘটনাস্থলে উপস্থিত সদর থানার পরিদর্শক (তদন্ত) বাদল চন্দ্র বলেন, মেহেরুন বেগমের দেওয়া তথ্যে হাসিনা বেগমের মাথা উদ্ধার করা হয়েছে। ভুট্টাখেতে সামান্য গর্তে মাথাটি পুঁতে রাখা হয়েছিল।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী বলেন, হাসিনা বেগমের সতিন মেহেরুন বেগমকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর দেওয়া তথ্যে কাটা মাথা উদ্ধার করা হয়েছে।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু