লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাটখেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী সিংগীমারী গ্রামের পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ বলেন, ‘আমার ছেলের বউ ওই বৃদ্ধার মরদেহ পাটখেতে পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে বিষয়টি চেয়ারম্যানকে জানাই। চেয়ারম্যান থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।’
আব্দুস সামাদ আরও বলেন, ‘ওই বৃদ্ধা দুই দিন থেকে এই এলাকায় ঘোরাফেরা করছিলেন। আমরা তাঁকে চিনি না। তবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা ভারতীয়।’
সিংগীমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘স্থানীয়রা আমাকে খবর দিলে তাৎক্ষণিক হাতীবান্ধা থানা-পুলিশকে বিষয়টি জানাই।’
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। তবে ওই মরদেহের নাম-পরিচয় পাওয়া যায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।