হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়া উপজেলা বিএনপি নেতা শামসুর রহমানকে বহিষ্কার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান। ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে জেলা কমিটি। সেই সঙ্গে কেন্দ্রীয় কমিটির কাছে স্থায়ী বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। তবে ওই বিএনপি নেতার দাবি, দলীয় শৃঙ্খলা মেনে তাঁকে বহিষ্কার করা হয়নি।

গতকাল রোববার সন্ধ্যায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিত বহিষ্কারাদেশ দেওয়া হয়। এই চিঠি কেন্দ্রীয় কমিটির মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমদ, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাতে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান খন্দকার।

বহিষ্কারাদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত শামসুর রহমান। এ বিষয়ে বিভিন্ন সময় তাঁকে সতর্ক করার পরও গত ১০ জানুয়ারি দলীয় সিদ্ধান্তের প্রতি কোনোরূপ সম্মান না দেখিয়ে বেড়া পৌর কাউন্সিল-২০২৫ বাধাগ্রস্ত ও ভন্ডুল করার লক্ষ্যে, সভাস্থলের পাশে তিনি তাঁর লোকবল ও অস্ত্রশস্ত্র নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এবং দলীয় নেতৃত্বের প্রতি অসম্মান প্রদর্শন ও অশোভন আচরণ করেন। সে কারণে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা কমিটি।

এ বিষয়ে শামসুর রহমান বলেন, ‘আমাকে দলীয় শৃঙ্খলা মোতাবেক বহিষ্কার করা হয়নি। আমি এর প্রতিবাদ জানাই।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল