হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বিএনপির ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে: আ.লীগ নেতা 

সিরাজগঞ্জ প্রতিনিধি

‘বিএনপির ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না’— নির্বাচনী প্রচারণায় নেতা-কর্মীদের এমন নির্দেশনা দেন সিরাজগঞ্জের এক আওয়ামী লীগ নেতা। 

গতকাল শুক্রবার রাতে তাড়াশ উপজেলার নওগাঁ মাজার বাজারে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া এমন বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ে। বক্তব্য দেওয়া ব্যক্তি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই। 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে আব্দুল হাইকে বলতে শোনা যায়, ‘ভোটের স্লিপগুলো দলীয় লোকজনকে দিও। বিএনপিকে না। বিএনপির একজন লোককেও বিশ্বাস করা যাবে না। বিএনপির লোককে ভোটকেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না। বিএনপিকে বিশ্বাস করা যাবে না। আমি আপনাদের বলি, যেগুলো বিএনপি আছে, আমাদের অত্যন্ত কাছের, আমাদের কথা শোনে বা ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই সব মানুষকে নিয়ে যাবেন। তাও ভোটটা যদি পারো টেবিলে নেওয়ার চেষ্টা করবে। তাদের বিশ্বাস করাই যাবে না।’ 

আব্দুল হাই আরও বলেন, ‘আপনারা দয়া করে আগামী ৭ তারিখে সবাই মিলে আগেই ভোট নিয়ে নেবেন। ভোট দিয়ে অধ্যাপক আব্দুল আজিজকে জয়ের মালা পরিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। আজিজ সাহেব এমপি নির্বাচিত হলে মন্ত্রী হবেন।’ 

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাইকে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

এ ব্যাপারে নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘দলীয় এমন কোনো নির্দেশনা নেই। আমরা যারা ভোট চাইছি, তারা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই ভোট চাইছি। তবে তিনি (আব্দুল হাই) এমন কোনো কথা বলেছেন কি না, আমি জানি না।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে