হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিক্ষোভ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও মিথ্যা মামলা দিয়ে সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। শেরপুরের সম্মিলিত সাংবাদিক জোট এ কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্ব করেন। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা ও পৌর কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল। 

আরও বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি এম এম হান্নান রোকন, প্রথম আলোর প্রতিনিধি সবুজ চৌধুরী, যুগান্তরের প্রতিনিধি জাহাঙ্গীর ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন কুমার দে, আজকের সমাচারের প্রতিনিধি সনাতন সরকার, সাংবাদিক এস আই বাবলু, এ জেড হীরা, সৌরভ অধিকারী প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, সংবিধানের ৩৯ অনুচ্ছেদে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। কিন্তু ডিজিটাল নিরাপত্তা নামক একটি কালো আইনের মাধ্যমে দেশের মানুষের বাক্‌স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে। চলতি বছরের শুধু মার্চ মাসেই এ আইনে ১০টি মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বক্তারা এই আইন বাতিলের দাবি জানান। পাশাপাশি অবিলম্বে সাংবাদিক শামসুজ্জোহা শামসসহ এ আইনের অধীনে সব মামলা প্রত্যাহারের দাবি করেন তাঁরা।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল