হোম > সারা দেশ > পাবনা

রূপপুরের গ্রিন সিটি ভবনের সিঁড়িতে পড়ে ছিল রুশ নারীর লাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

নিহত কেসেনিয়া পোশতারুক। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে গ্রিন সিটি এলাকার একটি বাড়ি থেকে রুশ নারী নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুরের গ্রিন সিটি আবাসিক এলাকার বহুতল ভবনের সিঁড়িঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার গোস্বামী।

রুশ পাসপোর্টধারী নিহত ওই নারীর নাম কেসেনিয়া পোশতারুক (৪০)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘এসএম ইউ-১’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ প্রকল্পে কর্মরত বিদেশিদের জন্য গ্রিন সিটি আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার গোস্বামী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং সকালেই তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ব্যক্তিদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন ওই নারী। কেসেনিয়ারা স্বামী-স্ত্রী দুজনে গ্রিন সিটি এলাকার বহুতল একটি ভবনের পাঁচতলায় থাকতেন। শুক্রবার রাতে কোনো এক সময় তাঁদের মধ্যে কলহ হয়। পরে কেসেনিয়া পাঁচতলার ইমার্জেন্সি এক্সিট গেটের পাশে সিঁড়ির ওপর থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা গ্রিন সিটি ভবনে যাই এবং সেখান থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করি। তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কোম্পানি এবং তাঁর স্বামীর মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

চোর সন্দেহে নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে