হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় অক্ষত রয়েছেন সাইকেল আরোহী নিহতের মামাতো ভাই। 

আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্রের নাম রাকিবুল ইসলাম (১৬)। সে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার পাচুরিয়া গ্রামের প্রবাসী রবিউল ইসলামের ছেলে ও ফরিদপুর বর্ণমালা একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র। 

নিহতের মামাতো ভাই জুবায়ের হোসেন (২২) অক্ষত রয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয়রা বলছে, শুক্রবার বিকেলে মামাতো ভাই জুবায়ের ও রাকিবুল বাইসাইকেলে করে জুবায়েরের বাড়ি এরশাদনগর যাচ্ছিলেন। এ সময় জুবায়ের সাইকেল চালাচ্ছিলেন এবং রাকিবুল পেছনের সিটে বসেছিল। বিকেল ৫টার দিকে উপজেলার নৌবাড়ীয়া জামে মসজিদের কাছে পৌঁছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রলি সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাকিবুল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মামাতো ভাই জুবায়ের হোসেন সম্পূর্ণ অক্ষত রয়েছেন। স্থানীয়রা ট্রলিটি ও চালককে আটক করে পুলিশ সোপর্দ করেছে। 
 
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলি ও চালককে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।’ 

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা