হোম > সারা দেশ > নওগাঁ

ধামইরহাটে নামমাত্র দামে পশুর চামড়া বিক্রি

প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে নামমাত্র দামে কোরবানি পশুর চামড়া বিক্রি হয়েছে। ফলে অনেকেই গরু ছাগলের চামড়া বিক্রি করতে গিয়ে দাম না পেয়ে হতাশা হয়ে বাড়ি ফিরেছেন।

গতকাল বুধবার ঈদের দিন বিকেলে উপজেলার আমইতাড়া বাজার, মঙ্গলবাড়ি বাজার, ফতেপুর, রাঙামাটি বাজারে গিয়ে দেখা গেছে, ১ লাখ টাকার গরুর চামড়া আকার ভেদে দেড় শ থেকে দু শ টাকায় বিক্রি হচ্ছে। ছাগল, ভেড়ার চামড়া মাত্র পাঁচ টাকায় বিক্রি হওয়ায় অনেকে তা রাস্তার পাশে ফেলে দিচ্ছেন।

আমইতাড়া বাজারে কোরবানি পশুর চামড়া কিনতে আশা চামড়া ব্যবসায়ী জগদীশ বলেন, বিদেশে কাঁচা চামড়ার চাহিদা অনেক কম। খুব ভালো হলে গরুর চামড়া এক শ থেকে তিন শ টাকায় কিনছি। আর ভেড়া, ছাগলের চামড়া বিশ থেকে ত্রিশ টাকায় বেচাকেনা চলছে।

অপর এক বিক্রেতা আব্দুর রহমান বলেন, সিন্ডিকেটরা গরিবের পেটে লাথি মারছে। কিন্তু তা দেখার কেউ নেই। আমরা এত চামড়া নিয়ে এখন কি করব?

বাজারে গরুর চামড়া বিক্রি করতে আসা ফারুখ বলেন, আশি হাজার টাকার গরুর চামড়া অনেক কষ্টে মাত্র দু শ টাকায় বিক্রি করেছি। অথচ কয়েক বছর আগে এ ধরনের চামড়া বাজারে চার থেকে পাঁচ হাজার টাকায় কেনাবেচা হয়েছে। চামড়া ব্যবসাও এখন সিন্ডিকেটের দখলে চলে গেছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল