হোম > সারা দেশ > বগুড়া

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, অর্ধশত নারী-পুরুষের নামে মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় অর্ধশত নারী-পুরুষের নামে মামলা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে সারিয়াকান্দি থানায় মামলাটি করেন থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম।

এর আগে গতকাল বিকেলে মাদকজাতীয় ট্যাবলেট বিক্রির অভিযোগে বিসমিল্লাহ ফার্মেসির মালিক সেবিন রহমানকে আটক করে পুলিশ। পরে স্থানীয়রা পুলিশের কাছ থেকে তাঁকে ছিনিয়ে নেন। সেবিন রহমান রামচন্দ্রপুর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

অভিযুক্ত সেবিন রহমান বলেন, ‘শনিবার বিকেলে সারিয়াকান্দি থানার সহকারী উপপরিদর্শক (এসএসআই) স্মরন ও আমজাদ আমার দোকানে আসেন। দোকানে ট্যাপেন্টাডল ট্যাবলেট রয়েছে বলে তাঁরা তল্লাশি করেন। তল্লাশির পর ট্যাপেন্টাডল ট্যাবলেট না পেয়ে দোকানে থাকা নগদ দুই লাখ টাকা দেখে পুলিশ বলে এখান থেকে ৫০ হাজার টাকা দিতে। টাকা না দিলে পুলিশ হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে।’ পরে স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে সেবিন রহমানকে ছিনিয়ে নেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ চক্রবর্তী বলেন, নারচি ফকিরপাড়া গ্রামের আপেল এবং ওয়াশিম নামের দুজনকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশ গ্রেপ্তার করা হয়। তাঁরা পুলিশকে জানান সেবিন রহমানের দোকান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনেছেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেবিনের দোকানে তল্লাশি করা হয়। এ সময় সেবিনের স্বজন ও স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়ে তাঁকে ছিনিয়ে নেন।

ওসি আরও বলেন, ‘সেবিন রহমান এর আগেও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পুলিশের হাতে দুবার ধরা পড়েছিল। তার কাছে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ মিথ্যা।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার