হোম > সারা দেশ > পাবনা

পাবনায় নদী থেকে মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি

অবৈধভাবে নদীর মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

পাবনা সদর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চারজনকে আটক করে প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর নদী এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে মাসুদ রানা (৪০), চর ভাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত শাহজালাল প্রামাণিকের ছেলে আব্দুল হালিম (৪৫), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (২৫) ও টিকরী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল লতিফ (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর ইউনিয়নের চর় ভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিনের জেল দেওয়া হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ইস্কাভেটর ও পাঁচটি ট্রাক জব্দ করা হয়। পরে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার