নাটোরের বড়াইগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বারি রাহাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার ভোর চার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
রেজওয়ানুল বারি রাহাত রাজাপুর হাট এলাকার রবিউল ইসলাম ছেলে। এবং স্থানীয় মিছবাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাহাত হঠাৎ করে রাজাপুর বাজারে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিকভাবে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাহাতের মৃত্যু হয়।