হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ফুটবল খেলার সময় ছুরিকাঘাতে কিশোর খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় ফুটবল খেলা নিয়ে বিরোধে রিয়াদ ফকির (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। এ সময় ছুরিকাঘাতে সিয়াম (২৬) নামের আরেক যুবক আহত হয়। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরতলির কৈচড় উচ্চ বিদ্যালয় মাঠে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। 

নিহত রিয়াদ ফকির কৈচড় মধ্যপাড়া গ্রামের মৃত তাঁরা মিয়া ফকিরের ছেলে। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) স্বপন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল হাসান নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, কৈচড় উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল কৈচড় মধ্যপাড়া একাদশ বনাম ছিলিমপুর একাদশ ফুটবল টিমের মধ্যে ফাইনাল খেলা বিকেল ৫টায় শুরু হয়। খেলার প্রথমার্ধে কৈচড় মধ্যপাড়া একাদশ ১-০ গোলে এগিয়ে থাকে। সন্ধ্যা পৌনে ৬টায় বিরতি চলাকালে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে খেলা দেখতে আসা রিয়াদ ফকির ও সিয়ামকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনার পর ফুটবল টুর্নামেন্ট ভন্ডুল হয়ে যায়। পরে স্থানীয়রা ছুরিকাহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে রিয়াদ ফকির মারা যায়। 

নিহত রিয়াদ ফকিরের মামা মিলন হোসেন বলেন, ‘ফুটবল খেলা দেখতে গিয়ে মারামারির মধ্যে পড়লে রিয়াদকে ছুরিকাঘাত করা হয়। রিয়াদ ফকির বগুড়া শহরে একটি প্রেসে শ্রমিক হিসেবে কাজ করত।’

বগুড়া সদর থানার এসআই স্বপন মিয়া বলেন, লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান