হোম > সারা দেশ > নওগাঁ

সেতুর ওপর ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলায় আত্রাই নদীর সেতুর ওপর পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক চালক মুকুল হোসেন ও ট্রাকটি আটক করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের শহীদ সিদ্দিক প্রতাপ সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম ফরিদুল ইসলাম (৩৫)। তিনি উপজেলা সদর নজিপুর পুরাতন বাজার এলাকার আইজার প্রামাণিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে ফরিদুল ইসলাম তাঁর ভ্যান নিয়ে পার্শ্ববর্তী সাপাহার উপজেলা থেকে নজিপুর সদরে আসছিলেন। পথে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের আত্রাই নদীর শহীদ সিদ্দিক প্রতাব সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা সাপাহারগামী একটি ট্রাক ভ্যানগাড়িতে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফরিদুল ইসলামের মৃত্যু হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এসআই আরও বলেন, ‘এ ঘটনায় বিকেল পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু এটি দুর্ঘটনা এ জন্য মরদেহ ময়নাতদন্তের প্রয়োজন নেই। অভিযোগ না পেলে মরদেহ পরিবারের কাছে হস্তাতর করা হবে।’

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ