হোম > সারা দেশ > নওগাঁ

ক্রীড়া অঙ্গনে ইউএনওর অনন্য উদ্যোগ

নওগাঁ প্রতিনিধি

মানসম্মত শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল মামুন। যোগদানের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেন তিনি। 

প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে জনপ্রিয় টেনিস খেলার জন্য একটি দৃষ্টিনন্দন টেনিস কোর্ট নির্মাণ করে উপজেলার ক্রীড়া অঙ্গনে চমক সৃষ্টি করেছেন। প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বরে এটি নির্মাণ করা হয়। নিয়মিত কাজের পাশাপাশি এসব করেছেন তিনি। সম্প্রতি সেটির উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

স্থানীয়রা বলছেন, অনন্য সব উদ্যোগে বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছেন ইউএনও। বর্তমানে টেনিস কোর্ট নির্মাণ করে তরুণ প্রজন্মকে খেলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এতে করে নিয়মিত শারীরিক চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদকের প্রভাবমুক্ত রেখে মানসিক বিকাশে সহায়ক হবে। 

স্থানীয় একটি ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, মাদকের প্রভাব থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করবে এই টেনিস খেলা। অন্যান্য খেলার মতো নিয়মিত টেনিস খেলা সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে সহায়ক হবে। 

ইউএনও আব্দুল্লাহ্ আল মামুন বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনা করে টেনিস কোর্টটি নির্মাণ করা হয়েছে। 

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা