হোম > সারা দেশ > বগুড়া

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

সাইফুল ইসলাম ও তাজুল ইসলাম কিরণ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পৃথক দুই অভিযানে তাঁদের আটক করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. সাইফুল ইসলাম (৫৯) ও মো. তাজুল ইসলাম কিরণ (৪৬)। সাইফুল উপজেলার কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাকে খন্দকারটোলা এলাকা থেকে আটক করা হয়। কিরণ গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়। গত ২ নভেম্বর দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়ক প্রশিক্ষণ করে। মিছিলটি ধুনট রোড পৌঁছালে হামলার শিকার হয়। এই ঘটনায় আহত রিফাত সরকার গত ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ১৪৭ জন এবং অজ্ঞাতনামা আরও অনেকে আসামি করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান