হোম > সারা দেশ > বগুড়া

অপারেশন ডেভিল হান্টে শেরপুরে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

সাইফুল ইসলাম ও তাজুল ইসলাম কিরণ। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পৃথক দুই অভিযানে তাঁদের আটক করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. সাইফুল ইসলাম (৫৯) ও মো. তাজুল ইসলাম কিরণ (৪৬)। সাইফুল উপজেলার কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাকে খন্দকারটোলা এলাকা থেকে আটক করা হয়। কিরণ গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়। গত ২ নভেম্বর দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়ক প্রশিক্ষণ করে। মিছিলটি ধুনট রোড পৌঁছালে হামলার শিকার হয়। এই ঘটনায় আহত রিফাত সরকার গত ২ নভেম্বর শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ১৪৭ জন এবং অজ্ঞাতনামা আরও অনেকে আসামি করা হয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে হামলার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন