হোম > সারা দেশ > বগুড়া

নিখোঁজের ৪ দিন পর ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে নিখোঁজের চার দিন পর ধানখেত থেকে জাহিদুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার আটমুল ইউনিয়নের ভাইয়েরপুকুর গ্রামের কাঠবাসনা মাঠের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

জাহিদুল ইসলাম শিবগঞ্জের কিচক ইউনিয়নের গাংগইট গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, আজ বুধবার সকালে মাঠে ধান কাটতে যাওয়া কৃষকেরা লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশে পচন ধরায় চেহারা দেখে কেউ পরিচয় শনাক্ত করতে পারেনি। পরে পুলিশ আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করে।

জাহিদুলের ছোট ভাই এমদাদুল হক আজকের পত্রিকাকে বলেন, গত শনিবার সকালে ধান কাটতে মাঠে যান তাঁর ভাই জাহিদুল। সেখান থেকে আর বাড়ি ফেরেননি তিনি। তাঁর ব্যবহৃত মোবাইলে বারবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তাঁর হদিস মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ধানখেতে লাশ ফেলে রেখে গেছে। লাশে পচন ধরায় আঙুলের ছাপ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার