বগুড়ায় ডেকে নিয়ে মোহন মিয়া (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহন মিয়া বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়ার নয়া মিয়ার ছেলে।
রবিন নামে ভুক্তভোগীর এক প্রতিবেশী জানান, একজন রিকশাচালক মোহনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই প্রতিবেশী বলেন, আহত মোহন তাঁকে জানান, তাঁর সাবেক স্ত্রী খুকি বেগম কৌশলে মোবাইল ফোনে তাঁকে সাবগ্রাম হাটে ডাকেন। তিনি সেখানে গেলে খুকি বেগমের সঙ্গে থাকা কয়েক যুবক তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
ওসি এস এম মঈনুদ্দিন বলেন, মোহন পুলিশের তালিকাভুক্ত চোর। তাঁর সাবেক স্ত্রী খুকি বেগম তালিকাভুক্ত মাদক কারবারি। ঘটনার পর থেকে খুকি বেগম পলাতক। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বিবাহবিচ্ছেদের জের ধরে খুকি বেগম কৌশলে মোহনকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।