হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি

প্রতীকী ছবি

বগুড়ায় ডেকে নিয়ে মোহন মিয়া (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহন মিয়া বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়ার নয়া মিয়ার ছেলে।

রবিন নামে ভুক্তভোগীর এক প্রতিবেশী জানান, একজন রিকশাচালক মোহনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেছেন। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই প্রতিবেশী বলেন, আহত মোহন তাঁকে জানান, তাঁর সাবেক স্ত্রী খুকি বেগম কৌশলে মোবাইল ফোনে তাঁকে সাবগ্রাম হাটে ডাকেন। তিনি সেখানে গেলে খুকি বেগমের সঙ্গে থাকা কয়েক যুবক তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।

ওসি এস এম মঈনুদ্দিন বলেন, মোহন পুলিশের তালিকাভুক্ত চোর। তাঁর সাবেক স্ত্রী খুকি বেগম তালিকাভুক্ত মাদক কারবারি। ঘটনার পর থেকে খুকি বেগম পলাতক। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁদের বিবাহবিচ্ছেদের জের ধরে খুকি বেগম কৌশলে মোহনকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড