হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ২ দিন ধরে নিখোঁজ ইউপি সদস্য

পাবনা প্রতিনিধি

পাবনায় দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন সুজানগর উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। তাঁর সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পরিবার। 

নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজ (৪৫) পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের মামা আব্দুল লতিফ শেখ গতকাল শুক্রবার আতাইকুলা থানায় জিডি করেন। 

জিডিতে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন ফিরোজ। বেলা দেড়টার দিকে আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজার থেকে নিখোঁজ হন তিনি। 

নিখোঁজ রফিকুল ইসলাম ফিরোজের বাবা আবুল হোসেন বলেন, ‘আমার ছেলে কী অবস্থায় আছে, কোনো খবর পাচ্ছি না। কেউ অপহরণ করেছে কি না, তা–ও বুঝতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমার ছেলেকে দ্রুত আমার কাছে ফিরিয়ে দিন।’ 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোবাইল ডেটা সংগ্রহ করে দ্রুত তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল