হোম > সারা দেশ > পাবনা

আটঘরিয়ায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার, সন্দেহে স্ত্রীর পরকীয়া

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় আলহাজ আলী (৩৬) নামের এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার জুমাইখিরি পূর্বপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত আলহাজ আলী আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি পূর্বপাড়া গ্রামের মৃত নাগর আলীর ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বলেন, আজ শুক্রবার সকাল ৭টার দিকে প্রতিবেশী মিনা খাতুন আলহাজের বাড়িতে ফ্রিজে রাখা মাছ আনতে যান। সেখানে আলহাজকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্ত্রীর পরকীয়ার জেরে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, আজ শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে আলহাজ আলীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরাইয়া খাতুন (২৮) এবং ওই গ্রামের ইসমাইল হোসেনকে (২৩) আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের