হোম > সারা দেশ > রাজশাহী

আ.লীগের উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়ে পদ হারালেন শ্রমিক দলের সভাপতি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুকে ফুলেল শুভেচ্ছা জানানোর অভিযোগে সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নানকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাংগঠনিক সম্পাদক এস আলম স্বাক্ষরিত একটি অব্যাহতিপত্রে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে—সদ্য সমাপ্ত আদমদীঘি উপজেলা পরিষদের ডামি নির্বাচনে আওয়ামী চেয়ারম্যান সিরাজুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান। ২৫ মে ফুলেল শুভেচ্ছা প্রদানের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। জাতীয়তাবাদী শ্রমিক দলের একজন দায়িত্বশীল পদে থেকে, এমন কাজ করায় তাঁকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করা হলো। সেই সঙ্গে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন ওই কমিটির সিনিয়র সহসভাপতি মাসুদ রানা।

এ বিষয়ে অব্যাহতি পাওয়া সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ফুলেল শুভেচ্ছা দিতে যাইনি। তবে সিএনজিচালিত অটোরিকশাচালকদের সমস্যা নিয়ে নতুন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। টেবিলের ওপর ফুলের তোড়া ছিল। তোড়ার সামনে দাঁড়িয়ে ছিলাম আমি। তখনই নবনির্বাচিত চেয়ারম্যানকে আওয়ামী লীগ নেতারা ফুলেল শুভেচ্ছা দিচ্ছিলেন। হয়তো ওই ছবিতে আমাকে দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অব্যাহতির কাগজ আমি এখনো হাতে পাইনি। ওই দিন বিএনপির আরও নেতারা সেখানে ছিলেন। কিন্তু ছবিতে তাদের দেখা যায়নি। আমি বুঝতে পারছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা