হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তাড়াশ-ভুঁইয়াগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেল আরোহী বগুড়ার শেরপুর পৌর এলাকার অনীল চন্দ্রের ছেলে অসীম চন্দ্র (৩০)। এ ঘটনায় আহতরা হলেন তাড়াশ পৌর এলাকার রেকা আলীর ছেলে আফাল আহমেদ (২৮) ও খুঁটিগাছা গ্রামের দুলালের ছেলে কৃষ্ণ চন্দ্র (২৬)। 

স্থানীয়রা জানান, তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ধাপের ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসটিকে ওভারটেকিং করার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অসিম চন্দ্র (৩০) নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুতর অহত হন। 

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে দুজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক বাস ও ট্রাককে আটক করার চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। 

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ